পৃষ্ঠা

ভারতে ব্যাঙ্ক সংযুক্তিকরনের, আপনার সকল প্রশ্নের সমাধান





গত বছর অগস্ট মাসে অর্থমন্ত্রী নির্মলা সিথারমন ঘোষণা করেছিলেন ১০টি পাবলিক সেক্টর ব্যাংককে যুক্ত করে চারটি মেগা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে (অ্যাঙ্কর ব্যাংক) পরিনত করা হবে সেইমত কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রকের তরফ থেকে প্রস্তুতিও শুরু হয় এর আগে ২০১২ সালের এপ্রিলে বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক এই ব্যাংক দুটিকে যুক্ত করে ব্যাংক অফ বরোদা (অ্যাঙ্কর ব্যাংক) - পরিনত করা হয়েছিল ফলস্বরূপ, বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংকের সমস্থ ধরনের কাজকর্ম গুলি ব্যাংক অফ বরোদার হাতে হস্তান্তর করা হয়েছিল

বর্তমানে এই ব্যাংক সংযুক্তির বিষয় নিয়ে সাধারণ আমানতকারীদের মনে প্রচুর প্রশ্ন উঠতে শুরু করেছে, কোন কোন ব্যাংক যুক্ত হতে চলেছেব্যাংকিং লেনদেন গুলি সচল থাকবে তো ? অ্যাকাউন্ট নম্বর, ফিক্সড ডিপোজিট ডেভিড কার্ড ক্রেডিট কার্ড, এটিএম, আইএফসিআই নম্বর ইত্যাদি ইত্যাদি

ব্যাংক সংযুক্তি সংক্রান্ত তথ্য সম্বলিত বিভিন্ন সরকারী এবং বে-সরকারী ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আপনাদের মনে উঁকি দেওয়া প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করা হল

Anchor Bank
Banks to be Merged with Anchor Bank
Combined Domestic Branches
Punjab National Bank
Oriental Bank of Commerce + United Bank of India
11,437
Canara Bank
Syndicate Bank
10,342
Indian Bank
Allahabad Bank
-
Bank Of Baroda
Dena Bank +Vijaya Bank
9,490
Union Bank of India
Andhra Bank + Corporation Bank
9,609
State Bank of India (SBI)
State Bank of Bikaner and Jaipur (SBBJ) + State Bank of Hyderabad (SBH) + State Bank of Mysore (SBM) + State Bank of Patiala (SBP) + State Bank of Travancore (SBT) + Bharatiya Mahila Bank
24,000 (approx)


অ্যাকাউন্ট নম্বর, গ্রাহক আইডি পরিবর্তন 
সম্ভবত প্রত্যেক গ্রাহককে নতুন অ্যাকাউন্ট নম্বর এবং কাস্টোমার আইডি দেওয়া হবে। ইমেল আইডি / ঠিকানা এবং মোবাইল নাম্বরটি আপনার ব্যাঙ্কের সাথে আপডেট হয়েছে কিনা নিশ্চিত হয়ে নিন, যাতে আপনি অ্যাকাউন্ট নম্বর পরিবর্তনের বিষয়ে অফিসিয়াল ইনটেমেশন পান


অটো ক্রেডিট / ডেবিটগুলির জন্য অ্যাকাউন্টের বিবরণ পুনরায় জমা দেওয়া
ব্যাঙ্কের মাধ্যমে বিভিন্ন আর্থিক লেনদেনের জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোডগুলি দিতে হয় যেমনইসিএসের মাধ্যমে লভ্যাংশের অটো ক্রেডিট, স্যালারি অ্যাকাউন্টের ক্ষেত্র বেতনের অটো ক্রেডিট, বিভিন্ন বিল / চার্জের স্বয়ংক্রিয় ডেবিট ইত্যাদি যদি অসুবিধা হয় তাহলে আপনাকে ব্যাংকে যোগাযোগ করতে হবে

স্যালারি অ্যাকাউন্ট, পেনসন অ্যাকাউন্ট, আয়কর বিভাগ থেকে ট্যাক্সের টাকা ফেরত পাওয়ার জন্য, বীমা সংস্থাগুলির থেকে ম্যাচুরিটির টাকা পাওয়ার জন্য, মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য যেসমস্থ ক্ষেত্রে পুরান ব্যাঙ্কের তথ্য দেওয়া আছে প্রতিক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট নম্বর বা আইএফএসসি কোড বরাদ্দ প্রাপ্ত গ্রাহকরা সংস্থার সাথে এই বিবরণ আপডেট করতে হবে যেখানে তারা আগে একত্রীকরণ ব্যাংকগুলিতে তাদের অ্যাকাউন্টের বিশদ দিয়েছিল

কয়েক বছর আগে, যখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (এসবিআই) পাঁচটি সহযোগী ব্যাংক একীভূত হয়েছিল, তখন আইএফএসসি কোড এবং 1,300 শাখার নাম পরিবর্তন করা হয়েছিল। ব্যাংকিংয়ের মূল বিষয়টি মুম্বই, নয়াদিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, কলকাতা এবং লখনউয়ের মতো প্রধান শহরগুলিতে অবস্থিত একত্রী ব্যাংকের শাখার নাম এবং আইএফএসসি কোডগুলি পরিবর্তন করা হয়েছিল

স্থানীয় শাখা এবং এটিএম
গ্রাহকরা পূর্ববর্তী ব্যাঙ্কের শাখাতেই সমস্ত ব্যাঙ্কের কাজকর্ম করতে পারবে। আর আপনার বিদ্যমান ব্যাংকের শাখাটির পার্শবর্তী অঞ্চলে যদি  নতুন অধিগ্রহণকারী ব্যাংকের নিজস্ব শাখা থাকে তবে পূর্বতন শাখাটি বন্ধ হয়ে যেতে পারে এবং আপনার ব্যাংকিং সমস্ত কাজকর্ম নতুন শাখাতেই হবে। আপনার শাখা এবং অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য নতুন করে আইএফএসসি এবং এমআইসিআর কোড দেওয়া হবে সেই দিকে নজর রাখুন।
আপনার পুরানো এটিএম কার্ডটি দিয়ে যাবতীয় লেনদেন করতে পারবেন যতদিন না নতুন এটিএম কার্ড হাতে পাচ্ছেন.

ক্রেডিট / ডেবিট কার্ড
মার্জ হওয়া ব্যাংকগুলি নতুন করে ক্রেডিট / ডেবিট কার্ড প্রদান করবে, তবে যতদিন না পর্যন্ত আপনি নতুন ক্রেডিট বা ডেবিট কার্ড পাচ্ছেন পুরানো কার্ড দিয়েই লেনদেনের সমস্ত কাজ করতে পারবেন।

ফিক্সড ডিপোজিট এবং পেপার ওয়ার্ক
কাগজপত্র সংক্রান্ত সমস্ত কাজ এবং ফিক্সড ডিপোজিটের টাকা তোলার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে কারণ এগুলি মার্জড ব্যাংকে স্থানান্তরিত হতে একটু সময় লাগবে, তবে আশা করা যায় আধুনিক এই বিজ্ঞানের যুগে খুব একটা সময় লাগার কথা নয়

শেয়ার হোল্ডার
সম্মিলিত ব্যাংকের শেয়ারহোল্ডারদের একটি পূর্ব নির্ধারিত অনুপাতে অ্যাঙ্কর ব্যাংকের শেয়ার বরাদ্দ দেওয়া হবে। স্ব-স্ব অনুপাত ঘোষণার পরে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডাররা কতটা প্রভাব ফেলবে তা আগামীতে জানা যাবে। এছাড়াও, সংযোজনগুলি ঘোষণার আগে এক্সচেঞ্জের শেয়ারের দামগুলি ইতিমধ্যে প্রভাবিত হয়েছে

অ্যাঙ্কর ব্যাংকগুলির ফোন নাম্বার এবং ইমেল আইডি

Name of the Bank
Contact Details
Email id
Punjab National Bank
1800 180 2222, 1800 103 2222
care[at]pnb[dot]co[dot]in
Canara Bank
1800 425 001
Indian Bank
1800-4250-0000
indmail[at]indianbank[dot]co[dot]in
Bank Of Baroda
gm.ops.ho@bankofbaroda.com
Union Bank of India
1800 22 22 44 / 1800 208 2244
customercare@unionbankofindia.com
State Bank of India (SBI)
1800 11 2211, 1800 425 3800
agmcustomer.lhokol@sbi.co.in


তথ্য সুত্র -- ওয়েবসাইট


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়োজনে অবশ্যই কমেন্ট করুন, দয়াকরে কোন স্প্যাম লিঙ্ক কমেন্টে দেবেন না।