পৃষ্ঠা

যানজট এড়িয়ে মেট্রোতে দেখুন কলকাতার সেরা পুজো গুলি

 

পুজোতে কলকাতার রাস্তাঘাট যানজটে নাস্তানাবুত অবস্থা, দীর্ঘক্ষন গাড়ি দাড়িয়ে থাকে ট্রাফিকে, বিকল্প ব্যবস্থা হিসেবে মেট্রোতে অল্প সময়ে খুব সহজেই পৌছে যেতে পারেন কলকাতার সেরা পুজো প্যান্ডেল গুলিতে।  আসুন দেখেনিই কোন মেট্রো স্টেশনের পাশে কলকাতার কোন সেরা পুজো হয়েছে ।


durgapuja

 

 

নোয়াপাড়া মেট্রো স্টেশন

  • নোয়াপাড়া উদয়ন সঙ্ঘ


দমদম মেট্রো স্টেশন

  • সিঁথি সর্বজনীন
  • ১৪-এর পল্লি


বেলগাছিয়া মেট্রো স্টেশন

  • বেলগাছিয়া ওলাইচণ্ডী
  • টালা পার্ক
  • নেতাজি স্পোর্টিঁং
  • লেক টাউন আ্যাসোসিয়েশন
  • যুবক বৃন্দ
  • দমদম পার্ক ভারতচক্র
  • শ্রীভূমি স্পোর্টিঁং


শ্যামবাজার মেট্রো স্টেশন

  • বেনিয়াটোলা
  • কুমোরটুলি পার্ক
  • আহিরীটোলা সর্বজনীন
  • শোভাবাজার রাজবাড়ি
  • হাতিবাগান সর্বজনীন
  • তেলেঙ্গা বাগান
  • চালতা বাগান

 গিরিশ পার্ক মেট্রো স্টেশন

  • সিমলা ব্যায়াম সমিতি
  • বিবেকানন্দ স্পোর্টিং
  • রবীন্দ্র কানন
  • পাথুরিঘাটা ৫-এর পল্লি


মহাত্মা গাঁধী মেট্রো স্টেশন

  • মহম্মদ আলি পার্ক
  • কলেজ স্কোয়ার
  • শিয়ালদা অ্যাথলেটিক্স


সেন্ট্রাল মেট্রো স্টেশন

  • সন্তোষ মিত্র স্কোয়ার
  • সুবোধ মল্লিক স্কোয়ার


চাঁদনী চক মেট্রো স্টেশন

  • জানবাজার সর্বজনীন
  • তালতলা সর্বজনীন
  • ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতি


রবীন্দ্র সদন মেট্রো স্টেশন

  • গোখলে স্পোর্টিং
  • চক্রবেড়িয়া সর্বজনীন


নেতাজি ভবন মেট্রো স্টেশন

  • ৬৮ পল্লি
  • ৭৬ পল্লি
  • ভবানীপুর ৭৫ পল্লি
  • ২২ পল্লি
  • পদ্মপুকুর সমিতি
  • হরিশ পার্ক
  • অগ্রদূত উদয় সঙ্ঘ
  • ভবানীপুর স্বাধীন সঙ্ঘ


যতীন দাস পার্ক মেট্রো স্টেশন

  • ম্যাডক্স স্কোয়ার
  • ২৩ পল্লি
  • ফরওয়ার্ড ক্লাব
  • মাতৃমন্দির
  • বকুলবাগান
  • যতীন দাস পার্ক


কালীঘাট মেট্রো স্টেশন

  • ত্রিধারা
  • চেতলা অগ্রণী
  • বাদামতলা আষাঢ় সঙ্ঘ
  • দেশপ্রিয় পার্ক
  • সমাজসেবী
  • ৬৬ পল্লি
  • হিন্দুস্তান পার্ক
  • বালিগঞ্জ কালচারাল
  • একডালিয়া এভারগ্রিন
  • সিংহি পার্ক
  • বোসপুকুর শীতলা মন্দির


রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন

  • সুরুচি সঙ্ঘ
  • শিবমন্দির
  • মুদিয়ালি


মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশন (টালিগঞ্জ)

  • ৪১ পল্লি
  • অজেয় সংহতি
  • অশোকনগর
  • বড়িশা ক্লাব
  • বড়িশা উদয়ন পল্লি
  • শীতলাতলা কিশোর সঙ্ঘ


মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন

  • রিজেন্ট পার্ক
  • আজাদগড় সর্বজনীন


গীতাঞ্জলি মেট্রো স্টেশন

  • নাকতলা উদয়ন সঙ্ঘ


কবি নজরুল মেট্রো স্টেশন (গড়িয়া বাজার)

  • নবদুর্গা
  • গড়িয়া মিতালি
  • তরুণ সাথী
  • শ্যামাপল্লি
  • নারকেলবাগান সর্বজনীন


শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন

  • পাটুলি ক্লাব


কবি সুভাষ মেট্রো স্টেশন

  • সন্তোষপুর লেক পল্লি
  • পল্লিমঙ্গল
  • সন্তোষ ত্রিকোণ পার্ক



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়োজনে অবশ্যই কমেন্ট করুন, দয়াকরে কোন স্প্যাম লিঙ্ক কমেন্টে দেবেন না।