পৃষ্ঠা

সাংসারিক অত্যাবশ্যকীয় কিছু টিপস


সাংসারিক অত্যাবশ্যকীয় টুকি-টাকি কিছু টিপস, যেগুলি জেনে রাখলে যে কোন সময় কাজে লাগবে। জেনেনিন টিপস গুলি, মনে রাখার চেষ্টা করুন নিজেও উপকার পাবেন, অন্যকেও শিখিয়ে দিতে পারবেন।

tips


  • গলায় মাছের কাঁটা আটকে গেলে ভয় পাবেন না । অর্ধেকটা লেবু নিয়ে রস চুষে খেয়ে ফেলুন, কাঁটা নরম হয়ে নেমে যাবে৷
  • পিঁপড়া শশা অপছন্দ করে। পিঁপড়ার উপদ্রবে শশা ব্যবহার করে দেখতে পারেন।
  • ডিম তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য গরম জলে একটা লবন দিয়ে দিন।
  • কাপড়ে চুইংগাম লেগেছে ? কীভাবে দূর করবেন ? কাপড়কে এক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করুন। চুইংগামের উঠে যাবে।
  • চিনির পাত্রের মধ্যে দু-চারটি লবঙ্গ দিয়ে রাখলে পিঁপড়ে ঢুকবে না।
  • সাদা কাপড়কে আরো সাদা করতে চান ? গরম জলে এক টুকরো লেবু দিয়ে ১০ মিনিট ডুবিয়ে রাখুন।
  • কাপড়ে কালি পড়ে গেছে ? টুথ পেস্ট ঢেলে দিন, ভাল করে শুকিয়ে তারপর ধুয়ে ফেলুন।


surprise

আরও পড়ুন -- অবাক করার মতো 50টি তথ্য


  • ফ্রিজের গায়ে দাগ ধরে গেলে স্পঞ্জে টুথপেস্ট লাগিয়ে ঘষুন। দাগ উঠে যাবে।
  • এক কাপড়ের রং যাতে অন্য কাপড়ে না লাগে এজন্য কাপড় ভেজানো জলে লবন ছড়িয়ে দিন এক কাপড়ের রং অন্য কাপড়ে আর লাগবে না।
  • আয়না চকচকে পরিষ্কার করতে ভেজা পেপার দিয়ে আয়না হালকা করে ঘষে নিন দেখুন চকচক করবে আয়না।
  • বাসনের বসে যাওয়া দাগ দূর করতে টুথপেস্ট ব্যবহার করুন দেখুন  ম্যাজিকের মত কাজ করছে।
  • ফ্রিজ ছাড়া পেয়াজঁ দীর্ঘদিন সংরক্ষন করতে হবে?  চিন্তা নেই পেয়াজেঁর খোসা ছাড়িয়ে পত্রিকা দিয়ে মুড়ে রাখুন অনেক দিন ভালো থাকবে।
  • আলু আর পেয়াজঁ এক সাথে রাখবেন না, আলু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে।
  • রাতের দিকে বেসিনের পাইপের মুখে মাঝে মাঝে আধ কাপ মত ভিনিগার ঢেলে দেবেন। সকালে দু'মগ জল ঢেলে দিলেই বেসিনের পাইপ পরিষ্কার থাকবে।
  • টর্চের ফেলে দেওয়া ব্যাটারি কিন্তু কোয়ার্টিজ ঘড়িতে এবং রেডিওতে আরও মাস খানেক চলবে।
  • সিঙ্কের মুখ বন্ধ হয়ে গেলে নুন ফুটিয়ে সিঙ্কের মুখে ঢেলে দিন। পরিষ্কার হয়ে যাবে।
  • রান্না করার সময় তরকারিতে লবন বেশি হয়ে গেলে, এক টুকরো আলু ছেড়ে দিন আলু অতিরিক্ত লবন চুষে নেবে।


muktangan

    আরও পড়ুনকেন তিনবার শাঁখ বাজাতে হয় ?


    • তরকারিতে বেশি হলুদ হয়ে গেলে সুপারি ছেড়ে দিন হলুদ ভাব কমে যাবে।
    • তরকারিতে বেশি তেল ঢেলে দিয়েছেন? সমস্যা নেই! কয়েক টুকরো বরফ ঠান্ডা তরকারিতে ছেড়ে দিন। বরফ তেল চুষে নিবে। সাথে সাথে বরফ গুলো উঠিয়ে ফেলে দিন।
    • এক টুকরো লেবু কেটে ফ্রিজে রেখে দিন। বাজে গন্ধটা আর থাকবে না। লেবু ফ্রিজে ভালো গন্ধ ছড়াবে।
    • হাতব্যাগের ধাতব অংশগুলিতে ন্যাচারাল কালারের নেলপালিশের এক প্রস্থ প্রলেপ দিয়ে রাখুন। সহজে বিবর্ণ হবে না।
    • চালে যাতে পোকা না ধরে, এজন্য কয়েকটা নিম পাতা চালের পাত্রে রেখে দিন। পোকা ধরবে না।
    • অনেকদিন বন্ধ থাকা বা অব্যবহৃত ঘর খুললে একটা ভ্যাপসা গন্ধ বের হয়। দু-তিনটে দেশলাই কাঠি জ্বালালে দু-তিন মিনিটের মধ্যে ঘর থেকে গন্ধ চলে যাবে।

    muktangan

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    প্রয়োজনে অবশ্যই কমেন্ট করুন, দয়াকরে কোন স্প্যাম লিঙ্ক কমেন্টে দেবেন না।