পৃষ্ঠা

মিসড্ কল দিয়ে জানুন অ্যাকাউন্ট ব্যালেন্স, সমস্ত ব্যাঙ্কের টোল ফ্রি নাম্বার সহ



Bank



এই প্রতিবেনটি পড়ার পর আপনাকে আর ব্যাঙ্কে লাইন দিতে হবে না অ্যাকাউন্ট ব্যালেন্স জানার জন্য । শুধু মাত্র মোবাইল থেকে একটি মিসড কল দিলেই আপনার হাতে চলে আসবে অ্যাকাউন্টের সর্বশেষ ব্যালেন্স। দেশের প্রতিটি ব্যাঙ্কের একটি করে টোল ফ্রি নম্বর রয়েছে যে নম্বরে মিসড কল দিলেই পাওয়া যাবে ব্যালেন্সের বিস্তারিত বিবরণ । অবশ্য আপনার ব্যাঙ্কের সাথে রেজিস্টার্ড করা মোবাইল নম্বর থেকে ঐ টোল ফ্রি নম্বরে মিসড কল দিতে হবে ।

অ্যাকাউন্ট ব্যালেন্স জানার জন্য গুরুত্বপূর্ণ ব্যাঙ্কগুলির মিসড কল দেওয়ার টোল ফ্রি নম্বর
  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া -- ৯২২৩৭৬৬৬৬৬ 
  • ইউকো ব্যাঙ্ক -- ৯২৭৮৭৯২৭৮৭ 
  • ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া -- ৯২২৩০০৮৫৮৬
  • পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক -- ১৮০০১৮০২২২২/১৮০০১০৩২২২২ 

atm


  • পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক -- ৯০২২০৯৯৪০০ 
  • এলাহাবাদ ব্যাঙ্ক -- ৯২২৪১৫০১৫০ 
  • ব্যাঙ্ক অফ বরোদা -- ৮৪৬৮০০১১১১ 
  • বন্ধন ব্যাঙ্ক -- ৯২২৩০০৮৬৬৬
  • এইচডিএফসি ব্যাঙ্ক -- ১৮০০২৭০৩৩৩৩ 
  • আইসিআইসিআই ব্যাঙ্ক -- ০২২৩০২৫৬৭৬৭ 
  • আইডিএফসি ব্যাঙ্ক -- ১৮০০২৭০০৭২০ 
  • আইডিবিআই ব্যাঙ্ক -- ১৮০০৮৪৩১১২২ 
  • বিজয়া ব্যাঙ্ক -- ১৮০০১০৩৫৫২৫ 
  • ইয়েস ব্যাঙ্ক -- ৯২২৩৯২০০০০ 
  • কানাড়া ব্যাঙ্ক -- ৯০১৫৪৮৩৪৮৩ 
  • দেনা ব্যাঙ্ক -- ৯২৮৯৩৫৬৬৭৭ 
  • ধনলক্ষী ব্যাঙ্ক -- ৮০৬৭৭৪৭৭০০
  • বরোদা গুজরাট গ্রামীণ ব্যাঙ্ক -- ৭৮২৯৯৭৭৭১১ 
  • ভারতীয় মহিলা ব্যাঙ্ক -- ৯২১২৪৩৮৮৮৮ 
  • সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া -- ৯৫৫৫২৪৪৪৪২ 
hacker


  • কর্পোরেশন ব্যাঙ্ক -- ৯২৬৮৮৯২৬৮৮
  • ডিসিবি ব্যাঙ্ক -- ৭৫০৬৬৬০০১১ 
  • ফেডারেল ব্যাঙ্ক -- ৮৪৩১৯০০৯০০ 
  • ইন্ডিয়ান ব্যাঙ্ক -- ৯২৮৯৫৯২৮৯৫
  • ইন্ডাসইন্ড ব্যাঙ্ক -- ১৮০০২৭৪১০০০ 
  • কারুর বৈশ্য ব্যাঙ্ক -- ৯২৬৬২৯২৬৬৬
  • কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক -- ১৮০০২৭৪০১১০ 
  • ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স -- ৮০৬৭২০৫৭৫৭ 
  • আরবিএল ব্যাঙ্ক -- ৯০১৫৪৮৩৪৮৩ 
  • সিন্ডিকেট ব্যাঙ্ক -- ০৯২৪১৪৪২২৫৫/৮০৬৭০০৬৯৭৯ 
  • সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক -- ৯২২৩০০৮৪৮৮ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়োজনে অবশ্যই কমেন্ট করুন, দয়াকরে কোন স্প্যাম লিঙ্ক কমেন্টে দেবেন না।