রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ভারতীয় মুদ্রায়
৪৩ হাজার ৫৭৪ কোটি
টাকা দিয়ে জিয়ো প্ল্যাটফর্মের ১০ শতাংশ শেয়ার
কিনে নিল ফেসবুকের কর্ণধার মার্ক
জাকারবার্গ। বুধবার
দুই সংস্থার মধ্যে এই চুক্তির
কথা জিয়ো-র তরফে
এক প্রেস বিবৃতিতে জানানো
হয়েছে। একই
কথা জানানো হয়েছে ফেসবুকের
তরফ থেকেও।
ফেসবুকের কর্নধার মার্ক জাকারবার্গ এই
চুক্তির কথা জানিয়ে তাঁর
পোস্টে লিখেছেন, ‘‘ভারত এখন ডিজিটাল
দুনিয়ায় পদার্পণের মাঝপথে পৌঁছে গিয়েছে। কোটি
কোটি ভারতীয় ক্রেতাকে অনলাইনের
মাধ্যমে ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জুড়ে দেওয়ার
ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে
রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের জিয়ো-র মতো সংস্থা।’’
এই বিনিয়োগের ফলে মুকেশের জিও
প্ল্যাটফর্মের কাঁধে ঋণের বোঝাও
কিছুটা হাল্কা হবে বলে বিশেষজ্ঞ মহলের মতে। এর ফলে, শিল্পপতি মুকেশ আম্বানির জিয়ো প্ল্যাটফর্ম
সংস্থায় অন্য কোনও সংস্থার
শেয়ারের নিরিখে সবচেয়ে এগিয়ে
থাকল ফেসবুকই। জিয়ো ইনফোকমও রয়েছে জিয়ো প্ল্যাটফর্মের
মধ্যে ।
বিশেষজ্ঞদের মতে হোয়াটসঅ্যাপ
চ্যাট সার্ভিসকে ব্যবহার করে ভারতে ডিজিটাল
পেমেন্ট সার্ভিসকে চালু ও জনপ্রিয়
করতে চাইছে ফেসবুক। সেই
লক্ষ্যেই জিয়ো-য় ফেসবুকের
এই বিনিয়োগ। ভারতে
ফেসবুকের মেসেজিং সার্ভিসের ইউজারের মোট সংখ্যা প্রায়
৪০ কোটি। ফেসবুকের এত বড়
বাজার আর কোনও দেশে
নেই । এ দেশে
যাঁরা স্মার্টফোন ব্যবহার করেন তাঁদের ৮০
শতাংশই ফেসবুকের মেসেজিং সার্ভিসের ইউজার।
বিশেষজ্ঞরা বলছেন, মুকেশের সংস্থার
সঙ্গে চুক্তির ফলে ফেসবুক রিলায়্যান্সের
ই-কমার্স সংস্থা জিয়োমার্টের
গ্রাহকদের কাছেও পৌঁছে যেতে
পারবে। জিয়োমার্টের গ্রাহকরা মূলত ক্ষুদ্র ব্যবসায়ী
ও ক্রেতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রয়োজনে অবশ্যই কমেন্ট করুন, দয়াকরে কোন স্প্যাম লিঙ্ক কমেন্টে দেবেন না।