এমন বাড়ি পাওয়া প্রায় অসম্ভব যেখানে আরশোলা বা তেলাপোকা নেই, কম বা বেশী আরশোলার উপদ্রপে আমরা সবাই অতিষ্ঠ। আর মহিলাদের কাছে আরশোলা নামটায় যথেষ্ট লাফিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় ।
আরশোলা বা তেলাপোকা থেকে মুক্তি পেতে আমরা অনেকেই বাজারচলতি নানা রাসায়নিক স্প্রে-র উপর নির্ভর করে থাকি। কিন্তু সে সব রাসায়নিকেরও বেশ কিছু ক্ষতিকর দিক আছে । বেশ কিছু ঘরোয়া উপায় আছে যার সাহায্যে দ্রুত ঘরকে আরশোলা মুক্ত করা যায় ।
তেজপাতা
সব চেয়ে সহজ ও সস্তা উপায়ে আরশোলা তাড়াতে এর চেয়ে ভাল পদ্ধতি আর নেই। তেজপাতার গন্ধ আরশোলা সহ্য করতে পারে না। ফলে যেখানে তেজপাতা থাকে সেখানে আরশোলা থাকে না। তাই যেখানে আরশোলার আনাগোনা বেশি সেখানে তেজপাতা হাতে ছিঁড়ে ফেলে রাখুন বা তেজপাতার গুঁড়ো ছড়িয়ে দিন। তেলাপোকা এমনিতেই চলে যাবে।
বেকিং সোডা
এটা আরশোলা মারার একটি সহজ পদ্ধতি। বেকিং সোডার সঙ্গে মেশান মধু বা চিনির একটি মিশ্রণ তৈরি করে আরশোলা বা তেলাপোকার উপদ্রব এমন জায়গায় ছিটিয়ে দিতে পারেন। চিনির আকর্ষণে তেলাপোকা কাছে আসবে আর বেকিং সোডার প্রকোপে মারাও পড়বে।
গোলমরিচ, পেঁয়াজ, রসুন
ঘরোয়া পদ্ধতিতে অরাসায়নিক ভাবে আরশোলা মারার এটি সেরা উপায়। একচামচ গোলমরিচ, কিছুটা রসুন আর অর্ধেক পেঁয়াজ একসঙ্গে বেটে পেস্ট বানিয়ে নিন। এবার এক লিটার জলে এই পেস্টটা দিয়ে ভাল করে গুলে নিন। ঘরের আনাচে কানাচেতে এই জল স্প্রে করলেও নিশ্চিহ্ন হবে আরশোলার বংশ। আরশোলা এই মিশ্রণের গন্ধ সহ্য করতে পারে না। আর পালাবে আপনার বাড়ি ছেড়ে।
কেরোসিন তেল
প্রতিদিন ঘর মোছার সময় ৪ থেকে ৫ ফোটা কেরোসিন তেল জলে মিশিয়ে ব্যবহার করুন। আরশোলা, মশা, মাছি ও অন্যান্য পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচবেন।
বোরিক পাওডার
বোরিক পাওডারের সঙ্গে ময়দা বা আটা মেখে একটা ডো তৈরি করে নিন। এর ছোট ছোট টুকরো করে ঘরের বিভিন্ন জায়গায় এবং কোনা কাঞ্চিতে ছড়িয়ে রাখুন। এই ডোতে মুখ দিলেই মরে যাবে আরশোলা।
অ্যামোনিয়া
অ্যামোনিয়া গন্ধ একটু কটু যা আরশোলা সহ্য করতে পারে না। এক বালতি জলের মধ্যে দুই কাপ এমোনিয়া রান্না ঘরের সিংক এবং বাথরুমে ছিটিয়ে দিন। অ্যামোনিয়ার গন্ধে আরশোলা চলে যাবে। তেলাপোকা মুক্ত ঘর রাখতে সপ্তাহে এক বা দুইবার এটা করতে পারেন।
সাবান
আরশোলা থেকে পরিত্রাণ পেতে গায়ে মাখা সাবানও ব্যবহার করা যায়। জলে গায়ে মাখা সাবান গুলিয়ে আরশোলার গায়ে ছিটিয়ে দিন বা যে সমস্ত জায়গায় আরশোলার উপদ্রব সেখানে স্প্রে করুন। এতে বেশির ভাগ তেলাপোকাই মরে যাবে।
বোরিক আসিড
বোরিক আসিড ময়দা এবং চিনির সাথে মিশিয়ে লাড্ডুর মত বানিয়ে ঘরের কোনায় কোনায় রেখে দিন। সকালে দেখবেন আরশোলার ফুল ফ্যামিলি মরে পরে আছে।
শশা
একটি টিনের কৌটয় কাটা শশা ভরে মুখ খুলে বেসিনের নীচে, জলের পাইপের মুখে রেখে দিন। আরশোলা চলে যাবে। তবে দুদিন পর শসা বদলে দিন না হলে মাছির উপদ্রব বেড়ে যাবে।
কাঁচের জার
ঘরের কোনে সাদা কাঁচের জারে অর্ধেক জল ভরে রেখে দিন। আরশোলা খালি ভেবে এর ভিতরে ঢুকলেই জলে আটকা পড়বে। পাখনা ভিজে যাবে আর উড়তে পারবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রয়োজনে অবশ্যই কমেন্ট করুন, দয়াকরে কোন স্প্যাম লিঙ্ক কমেন্টে দেবেন না।