পৃষ্ঠা

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে হাজার হাজার টাকা


ziro balance



ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে হাজার হাজার টাকা, হ্যাঁ এ যেন ভুতের রাজার বর। গত কয়েক মাস ধরেই এমন ভাবেই বিভিন্ন গ্রাহকের অ্যাকাউন্টে এইভাবে টাকা ঢুকেছে । এরকম ঘটনা ঘটেছে কোচবিহার ব্লকের পুটিমারি ফুলেশ্বরী এলাকার গ্রামে। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক হইচই শুরু হয়। তবে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে তাদের কেউ সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হয়নি।


 
স্থানীয় এক গ্রাহক সেবা কেন্দ্র সূত্রের খবর এলাকার এক ব্যক্তির একাউন্ট এর মার্চ মাস থেকে দফায় দফায় প্রায় 50 হাজার টাকা ঢুকেছে। শুধু উনি নয় অনেকের একাউন্টে এমন করে টাকা ঢুকেছে। উত্তরবঙ্গের এক সংবাদ মাধ্যম সূত্র থেকে পাওয়া খবর এভাবে মাসের পর মাস একাউন্টে টাকা ঢুকছে। তবে এব্যাপারে কোনো গ্রাহক কোনরকম মন্তব্য করেননি যাতে টাকা আবার রির্টান চলে যায়, আবার অনেকে ভয় পেয়ে যায়।স্থানীয় পঞ্চায়েত আবশ্য পরবর্তীতে বিষয়টি স্বীকার করে নেয় ।  বিডিও ওই সংবাদমাধ্যমকে বলেন এই বিষয়টি দ্রুত খোঁজ নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় গ্রাহক সেবা কেন্দ্র গুলিতে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট করতে হুড়োহুড়ি পরে যায়।
 



তথ্য সুত্র -- সংবাদ মাধ্যম



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়োজনে অবশ্যই কমেন্ট করুন, দয়াকরে কোন স্প্যাম লিঙ্ক কমেন্টে দেবেন না।