অনেকেই চাইছেন ঘরে থেকে অনলাইনের মাধ্যমে উপার্জন করতে। অনেক ছ্ত্র-ছাত্রী পড়াশোনার পাশাপাশি পারটাইমে বা গৃহবধুরা সংসারের কাজ সামলে অবসর সময়ে অনলাইনের মাধ্যমে উপার্জন করতে আগ্রহী। বর্তমানে ভারত, বাংলাদেশ, পাকিস্থান, শ্রীলঙ্কার মত তৃতীয় বিশ্বের দেশগুলিতে প্রচুর তরুণ তরুণী অনলাইনের মাধ্যমে কাজ করে প্রচুর উপার্জন করে চলেছেন। আজকে বলব কোনরকম ইনভেস্টমেন্ট ছাড়া কিভাবে অনলাইনের মাধ্যমে ইনকাম করবেন।
ব্লগিং থেকে উপার্জন
ব্লগ, গুগলের একটি অ্যাপ্লিকেশন। আপনি যদি যেকোন বিষয়ে পারদর্শি হন, এবং ঐ বিষয়ের উপর লেখার সামান্য দক্ষতা থাকে তবে ব্লগিং আপনার জন্য খুবই সহজ একটি উপার্জনের মাধ্যম হয়ে উঠতে পারে। ব্লগিং-এর জন্য একটি পয়সাও ইনভেস্ট করতে হয় না। সঠিক ভাবে সততার সঙ্গে ব্লগিং করতে পারেন তবে ভবিষ্যতে অভাবনীয় কল্পনাতিত উপার্জন করতে পারবেন তা বলার অপেক্ষা রাখেনা। যেকোন বিষয়ের উপর আপনি ব্লগ করতে পারেন যেমন - শরীর চর্চা, রান্নাবান্না, বিনোদন, খবর, পড়াশোনা ইত্যাদি ইত্যাদি। যে বিষয়ে আপনি পারদর্শী সেই বিষয়ের ওপর ব্লগ তৈরী করতে পারেন। সব থেকে বড় কথা গৃহবধু, ছাত্র-ছাত্রী থেকে সবাই পারটাইম ব্লগিং করে বড় অঙ্কের উপার্জন করতে পারবেন।
ব্লগ থেকে কিভাবে উপার্জন করা যায়
আগেই বলেছি ব্লগ গুগলের একটি অ্যাপ্লিকেশন, প্রথমে ব্লগের অধীনে একটি অ্যাকাউন্ট করতে হবে (জিমেল -এ অ্যাকাউন্ট থাকলে তাতেই হবে) তারপর আপনার প্রিয় বিষয়ের উপর লেখা পোস্ট করতে হবে, বেশকিছু পোস্ট হয়েগেলে গুগলের কাছে আবেদন করতে হবে অ্যাডের জন্য, গুগল আপনার ব্লগে অ্যাডভাটাইজ চালু করলে সেখান থেকে উপার্জন হবে। বেশকিছুদিন ব্লগিং করার পর ব্লগটি যখন বড় মাপের হয়ে যাবে তখন নিজের থেকে অ্যাডভাটাইজ করতে পারবেন।
ফ্রিল্যান্সিং থেকে উপার্জন
বর্তমানে ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে বাংলাদেশ, ভারত, পাকিস্থান, শ্রীলঙ্কা সহ এশিয়ার বিভিন্ন দেশের তরুন-তরুনীরা আভাবনীয় উপার্জন করে চলেছে। ফ্রিল্যান্সিং-এর জন্যও কোনরকম ইনভেস্টের দরকার হয় না।
ফ্রিল্যান্সিং-এর প্রচুর ওয়েবসাইট আছে যেমন - freelancer.com, upwork.com ইত্যাদি আরও অনেক। আপনি যে বিষয়ে পারদর্শী যেমন Typing, Photo editing, Video editing, Logo designing ইত্যাদি তার ওপর ঐ ওয়েবসাইটের অধীনে একটি প্রোফাইল তৈরী করতে হবে। আপনার প্রোফাইল দেখে -- সন্তুষ্ট হয়ে কোম্পানি গুলি কাজের বরাত দেবে, কাজ করে দেওয়ার পর আপনি উপযুক্ত পারিশ্রমিক পাবেন। ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে অস্ট্রলিয়া, আমেরিকা, ফ্রান্স -এর মত ধনী দেশের বিভিন্ন প্রতিষ্ঠান গুলি আমাদের মত গরীব দেশ থেকে স্বল্পমূল্যে (আমাদের কাছে যা অনেক বেশি) কাজগুলি করিয়ে নেয়।
এ্যাফিলিয়েট মার্কেটিং
বিভিন্ন অনলাইন মার্কেটিং-এর ওয়েবসাইটগুলি এ্যাফিলিয়েট মার্কেটিং-এর সুবিধা দিয়ে থাকে। এই ই-কমার্স সাইটগুলির যেকোন প্রডাক্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ব্লগ বা অন্যকোন ভাবে বিক্রয় করে দিতে পারলে তার বিনিময়ে মোটা অঙ্কের কমিশন আপনার অ্যাকাউন্টে জমা পরবে। বর্তমানে এ্যাফিলিয়েট মার্কেটিং-এর মাধ্যমে প্রচুর যুবক-যুবতি ভাল উপার্জন করছে।
ডেটা এন্ট্রি করে উপার্জন
আপনার যদি কম্পিউটারে টাইপিং-এর স্পীড ভালো থাকে তবে ডেটা এন্ট্রি জবের মাধ্যমে ভালরকম উপার্জন করতে পারবেন। প্রচুর ওয়েবসাইট আছে যারা অনলাইনের মাধ্যমে ডেটা এন্ট্রির কাজ দিয়ে থাকে। তবে বেশিভাগ ওয়েবসাইট গুলি রেজিস্টেশন বাবদ কম বেশি টাকা নিয়ে থাকে। আবার কিছু কিছু ওয়েবসাইট আছে কোন রকম রেজিস্ট্রেশন ছাড়া এই ধরনের কাজ দিয়ে থাকে। একটু সার্চ করলেই এরকম ধরনের অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন।
তবে পাঠক বন্ধুকে বলে রাখি ডেটা এন্ট্রি কাজ করার আগে কম্পিউটারে টাইপিং-এর স্পীড যথেষ্ট হতে হবে, পাশাপাশি MS Word, MS Excel এবং ইন্টানেটের ওপর দক্ষ হতে হবে।
অনলাইন টিউটর
বর্তমানে অনলাইন টিউটর খুবই জনপ্রিয়তা লাভ করেছে. আপনি যদি কোন বিষয়ে দক্ষ হন, এবং ঐ বিষয়ে শিক্ষাদানের দক্ষতা থাকে তবে অনলাইন টিউটর ওয়েবসাইট গুলির মাধ্যমে ভালরকম উপার্জন করতে পারবেন। Wifistudy, Unacademy -এর মত বেশকিছু ওয়েবসাইট ভারতে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে, এদের শিক্ষার্থী সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
আপনার শিক্ষাদান ভিডিওর মাধ্যমে তৈরি করে, যে ওয়েবসাইট গুলিতে আপলোড করতে হয়। প্রথম প্রথম ভিডিওগুলিতে চলা অ্যাড থেকে উপার্জন হয়, পরবর্তিতে ভিডিওগুলি জনপ্রিয় লাভ করলে এবং আপনার ছাত্র সংখ্যা বৃদ্ধিপেলে মাসিক বেতন হিসেবে আপনাকে নিযুক্ত করে ঐ সমস্থ কোম্পানি গুলি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রয়োজনে অবশ্যই কমেন্ট করুন, দয়াকরে কোন স্প্যাম লিঙ্ক কমেন্টে দেবেন না।