পৃষ্ঠা

মোবাইলের দ্রুত চার্জ শেষ হওয়ার সমস্যার সমাধান শীঘ্রই


mobile



স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ড্রোনের মতো বর্তমানে সর্বাধিক ব্যবহৃত গ্যাজেটে একটি বড় সমস্যা হল দ্রত চার্জ শেষ হয়ে যাওয়া। এখন এই গ্যাজেটে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। লিথিয়াম আয়ন ব্যাটারিতে চলা গ্যাজেটে চার্জ ফুরিয়ে যাওয়ার সমস্যা সমাধান হতে চলেছে শীঘ্রই

এখনকার ইলেকট্রনিক্স গেজেট গুলিতে লিথিয়াম আয়ন প্রযুক্তি ব্যাটারি ব্যবহার করা হয়। নতুন প্রযুক্তির এই ব্যাটারিতে ‘লিথিয়াম-সালফার আয়ন’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারি এক বার চার্জে দুই থেকে তিনগুণ বেশি চলবে সেই সঙ্গে এর উৎপাদন খরচও অনেক কম হবে আর এই সাফল্য এসেছে তিন ভারতীয় গবেষকের হাত ধরে


সম্প্রতি এই সংক্রান্ত জার্নালে প্রকাশিত হয়েছে নতুন প্রযুক্তির ব্যাটারি আসতে চলেছে তিনজন ভারতীয় বংশোদ্ভুত বিজ্ঞানীদের হাত ধরে যাঁর নেতৃত্বে এই গবেষণা চলছে তিনি টেক্সাস মেটিরিয়ালস ইনস্টিটিউটের ডিরেক্টর আরুমুগাম মান্থিরাম। তাঁর সঙ্গে এই গবেষণায় যুক্ত আছেন অস্টিনে টেক্সাস ইউনিভার্সিটির দুই ছাত্র অম্রুত ভার্গভ এবং সঞ্জয় নন্দা।


নতুন এই প্রযুক্তিতে যেহেতু সালফার ব্যবহার করা হচ্ছে, তাই ব্যাটারি তৈরিতে খরচ অনেক কমবে। গবেষকরা জানিয়েছেন, লিথিয়াম-সালফার আয়ন ব্যাটারির জীবৎকাল অনেক বাড়বে অর্থাৎ এখনকার লিথিয়াম আয়ন ব্যাটারির থেকে বেশি দিন টিকবে। সালফার ব্যবহার করার কারণে ব্যাটারির ওজন কিছুটা কম হবে। ফলে সার্বিক ভাবে গ্যাজেটের ওজনও কমবে। এছাড়াও শর্ট সার্কিট হওয়ার মতো সমস্যাও কমবে। নতুন প্রযুক্তির এই লিথিয়াম-সালফার আয়ন ব্যাটারি দ্রুত বাজারে আনা যাবে বলেই মনে করছেন গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা


muktangan





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়োজনে অবশ্যই কমেন্ট করুন, দয়াকরে কোন স্প্যাম লিঙ্ক কমেন্টে দেবেন না।