রাস্তায়
কুকুর তাড়া করেনি এমন মানুষের সংখ্যা খুবই কম আছে হঠাত যদি কুকুরে তাড়া করে কি করবেন
জেনেরাখুন কিছু উপায়।
- কুকুর অত্যন্ত বুদ্ধিমান প্রাণী। এরা খুব সহজেই বুঝতে পারে কে তাকে দেখে ভয় পাচ্ছে। আর যারা ভয় পেয়ে পালানোর চেষ্টা করে তাদের আরও বেশি করে তাড়া করে। কোন গতিশীল বস্তুর উপর কুকুর আক্রমণাত্মক বেশি। তাই ভয় পাওয়া যাবে না কোন ভাবেই। মনে সাহস রাখুন।
- কুকুরে যদি তাড়া করে যথাসম্ভব নির্বিকার থাকুন। স্পষ্ট স্বরে আত্মবিশ্বাসের সঙ্গে কুকুরটি উদ্দেশে বলুন 'যাও' কিংবা 'না'। কোনোভাবেই যেন যেন কণ্ঠস্বরে ভয়ের চিহ্ন না থাকে। আপনি ভয় পেয়েছেন বুঝতে পারলে কুকুরটি আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। আর যদি পালানোর চেষ্টা করেন পরিস্থিতি মারাত্মক হতে পারে।
- হাটার সময় যদি কুকুরে ঘিরে ধরে দাঁড়িয়ে যান অথবা হাটার গতি কমিয়ে আস্তে আস্তে হাটুন, ওদের বুঝতে দিন আপনি একদম ভয় পাননি।
- কুকুরের
চোখের দিকে সরাসরি তাকাবেন না, এতে কিছু
কুকুর হিংস্র হয়ে ওঠে। আরও
তেড়ে আসতে পারে। তাই ওদের পাত্তা না দিয়ে আপনার খেয়ালে
আস্তে আস্তে হাটুন। আর দেখতে হলে আড় চোখে তাকান।
- মুখোমুখি
নয়, কুকুরের দিকে পাশ ফিরে
দাঁড়ান। তাতে
কুকুরটির দৃষ্টিতে আপনাকে পাতলা লাগবে। কুকুরটির
মনে আপনাকে নিয়ে ভয়
তৈরি হবে কম।
- হাত দুটো বুকের কাছে মুড়ে রাখুন।
- কুকুরের মন অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করুন। আপনার কাছে খালি বোতল বা বাতিল কোন জিনিস থাকে তাহলে তা দিয়ে দিন, এতি কুকুরের মন অন্য দিকে চলে যাবে। হাতে কিছু না থাকলে মাটি থেকে মিছামিছি কিছু কুড়ানোর ভঙ্গি করে অন্যদিকে ছুড়ে দিন। সেরকম বিপদে পড়লে কাছে কিছুনা থাকলে প্রয়োজনে পায়ের জুতোটাও দিয়ে দিতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রয়োজনে অবশ্যই কমেন্ট করুন, দয়াকরে কোন স্প্যাম লিঙ্ক কমেন্টে দেবেন না।