পৃষ্ঠা

সতর্ক হোন, জুম অ্যাপ ব্যবহারকারীর সমস্ত তথ্য বিক্রি হচ্ছে নেট দুনিয়ায়



mobile app

 
প্রথম পর্ব লকডাউন শেষ করে শুরু হয়েছে দ্বিতীয় পর্ব, চলবে আগামী 3রা মার্চ পর্যন্ত সকলে ঘরবন্দি। বন্ধ সরকারী ও বেসরকারী সমস্ত স্কুল-কলেজ, অফিস-কাছারি, কল-রখানা। তবে আজকের এই ডিজিটাল যুগে পড়াশোনা থেকে শুরু করে অফিসের কাজ সবকিছুই চলছে ঘরে বসেই অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম। বিভিন্ন ধরনের ভিডিয়ো কলিং এবং ভিডিয়ো কনফারেন্স অ্যাপ গুলির আজ রমরমা বাজার। এমনই একটি বিপুল জনপ্রিয় হয়ে ওঠা জুম অ্যাপ সবধরনের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সরকারী অফিসগুলি ব্যাপকভাবে ব্যবহার শুরু করেছে। আর এই চিনা সংস্থার জুম অ্যাপ নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানিয়েছে, কোনও সরকারি কাজে এই অ্যাপ ব্যবহার করা যাবে না। বেসরকারি বা ব্যক্তিগত কাজে জ়ুম অ্যাপ ব্যবহার করলে যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 






যে হেতু খুব সহজে এক সঙ্গে অনেককে নিয়ে ভিডিয়ো কনফারেন্স করা যায়, তাই লকডাউনের আবহে গোটা বিশ্ব জুড়েই জনপ্রিয় হয়েছে জুম। শুরু থেকেই বিতর্ক বিতর্ক শুরু হয়েছে এই চিনা অ্যাপকে নিয়ে। অভিযোগ, এই অ্যাপের নিরাপত্তা ব্যবস্থা খুব পোক্ত নয়। প্রায়শই তাতে ঢুকে পড়ে তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকারেরা। ইতি মধ্যে বিশ্বের বেশ কিছু দেশে এই চিনা অ্যাপকে নিষিদ্ধ করা হয়েছে।


সাইবার নিরাপত্তা ও এথিক্যাল হ্যাকিং বিশেষজ্ঞদের মতে এই জুম অ্যাপের মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিয়ে ডার্ক ওয়েবে বা নেট জগতের অন্ধকার দুনিয়ায় বিক্রি হয়েছে, তবে তথ্যগুলি সংস্থার সার্ভার থেকে চুরি হয়েছে, নাকি ব্যবহারকারীদের কাছ থেকে সরাসরি হ্যাকারদের কাছে পৌঁছে যাচ্ছে, তা এখনও নিশ্চিত নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর থেকে সরকারী কাজে জুম অ্যাপকে ব্যবহার না করার জন্য সচেতন করা হয়েছে।


কিছু সর্তকতা


    • প্রতি ভিডিও কনফারেন্সের জন্য নতুন ও তৈরী করা।
    • হোস্ট অ্যাপ্রুভ করলে তবেই কনফারেন্সে যোগ দেওয়া যাবে।
    • কনফারেন্স থেকে বিতাড়িত সদস্যকে পুণরায় ফিরিয়ে আনা যাবে না।
    • হোস্ট-এর আগে কনফারেন্সে যোগদান বন্ধ।
    • কনফারেন্সে যোগদানকারী সমস্থ সদস্য যোগদান করার পরে বৈঠক লক করতে হবে।
    • একমাত্র হোস্ট ই স্ক্রীন শেয়ার করতে পারবে।
    • কনফারেন্স চলাকালিন কোনরকম রেকোর্ডিং করা যাবে না।
    • কোন রকম ফাইল ট্রান্সফার করা যাবে না।
    • কনফারেন্স শেষ হয়ে গেলে হোস্ট এন্ড করবে, লিভ করা যাবে না।







    তথ্য সুত্র -- ইন্টারনেট

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    প্রয়োজনে অবশ্যই কমেন্ট করুন, দয়াকরে কোন স্প্যাম লিঙ্ক কমেন্টে দেবেন না।