পৃষ্ঠা

৫৯টি চীনা মোবাইল অ্যাপ ভারতে ব্যান হতে চলেছে তালিকা দিল IIA


china app



ভারত ও চীনের মধ্যে ১৯৬২ সালে যুদ্ধ হয়, সীমানা নিয়ে বিরোধ থেকে এই যুদ্ধের সূত্রপাত হয়। চীন তিব্বত দখল করার পর ভারতের বর্তমান অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে চীনের অন্তর্ভুক্ত এলাকা বলে দাবী করে, এভাবে যে সীমান্ত সমস্যার শুরু হয় তা শেষ পর্যন্ত যুদ্ধের সূচনা করে, ভারত সম্পূর্ণ ভাবে অপ্রস্তুত ছিল এই যুদ্ধে, অপরদিকে চিন সুবিধাজনক অবস্থায় ছিল।এক মাস এক দিন ধরে চলে এই যুদ্ধ অবশেষে যুদ্ধে চীনের কাছে ভারত পরাজিত হয়। সেই যুদ্ধের পরিনতি ভারতের ১,৩৮৩ জন মৃত, ৩,৯৬৮ জন আটক, ১,০৪৭ জন আহত এবং ১,৬৯৬ জন নিরূদ্দেশ হয়। অপর দিকে চিনের ক্ষয়-ক্ষতি খুবই সামান্য মাত্র ৭২২ জন মৃত, এবং ১,৬৯৭ জন আহত হয়।

ভারত ও চীনের মধ্যে চার হাজার কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। সীমান্ত অঞ্চলে সীমারেখা নিয়েই এই বিবাদ প্রায়শই হাতা-হাতি, ধাক্কা-ধাক্কির রূপ নেয়, যা মাঝে মধ্যেই খবরের কাগজে চোখে পড়ে। তবে প্রায় চার দশক পর ভারত-চীন সীমান্তে ভারতের এত সংখ্যক সৈনিককে প্রাণ হারাতে হলো গত সোমবারের ঘটনায়। আর এই ঘটনার পিছনে রয়েছে চীনের রণকৌশলগত ও বাণিজ্যিক আধিপত্য স্থাপনের আকাঙ্ক্ষা। সোমবারের রাতের ঘটনায় ভারতের ২০ জন সেনা জওয়ান শহীদ হয়েছেন। সংবাদ সুত্রে পাওয়া তথ্য অনুযায়ী চীনের ৪৩ জন সৈন মারা গেছে, দেরিতে হলেও চীন সরকার তাদের মৃত সৈনিকদের তালিকা প্রকাশ করে।


online earning


আরও পড়ুন - বিনা ইনভেস্টমেন্টে অনলাইনের মাধ্যমে ইনকাম করার কিছু পদ্ধতি


এরকম একটা পরিস্থিতিতে যখন ভারতের সঙ্গে চীনের সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে ঠিক তখন ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি  চীনের সাথে সম্পর্কিত এমন ৫৯টি মোবাইল অ্যাপের তালিকা প্রকাশ করল। তারদের মতে এই অ্যাপগুলি একেবারেই নিরাপদ নয়। এই অ্যাপগুলির মাধ্যমে ভারতীয়দের ব্যক্তিগত তথ্য বাইরের দেশে সরবরাহ হওয়ার সম্ভাবনা অনেকটাই প্রবল।  এই অ্যাপগুলির মধ্যে বেশ কয়েকটি অ্যাপ রয়েছে যেগুলির বিপুল জনপ্রিয়তা রয়েছে ভারতে। দেশের একটি বড় সংখ্যার মানুষ এই অ্যাপগুলিকে ব্যবহার করে। তালিকায় নাম রয়েছে TikTok, UC Browser, UC News এবং Vigo Video র মত বিপুল জনপ্রিয় পাওয়া অ্যাপ। 



ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি দ্বারা প্রাকাশিত ৫টি চীনা  মোবাইল অ্যাপের তালিকা

1.    TikTok,
2.   Vigo Video,
3.   Vault-Hide,
4.    UC Browser,
5.     UC News,
6.   WeChat,
7.   SHAREit,
8.     Weibo 
9.   Bigo Live,
10.   BeautyPlus,
11.   Xender,
12.  ClubFactory,
13.   Helo,
14.   LIKE
15.   Kwai,
16.   ROMWE,
17.   SHEIN,
18.   NewsDog,
19.   Photo Wonder
20.   APUS Browser,
21.   CM Browser,
22.   Clean Master – Cheetah
23.   VivaVideo- QU Video Inc
24.   Virus Cleaner (Hi Security Lab)
25.   Mi Community,
26.   DU recorder,
27.   YouCam Makeup
28.   Mi Store,
29.   360 Security,
30.   DU Battery Saver,
31.   DU Browser
32.   DU Cleaner,
33.   DU Privacy,
34.   Perfect Corp,
35.   CacheClear
36.   DU apps studio,
37.   Baidu Translate,
38.   Baidu Map
39.   Wonder Camera,
40.   ES File Explorer,
41.   QQ International
42.   QQ Launcher,
43.   QQ Security Centre,
44.   QQ Player,
45.   QQ Music
46.   QQ Mail,
47.   QQ NewsFeed,
48.   WeSync,
49.   SelfieCity,
50.   Clash of Kings
51.   Mail Master,
52.   Mi Video call-Xiaomi,
53.   Parallel Space



muktangan

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়োজনে অবশ্যই কমেন্ট করুন, দয়াকরে কোন স্প্যাম লিঙ্ক কমেন্টে দেবেন না।