ভারত ও চীনের মধ্যে ১৯৬২ সালে যুদ্ধ হয়, সীমানা নিয়ে বিরোধ থেকে এই যুদ্ধের সূত্রপাত হয়। চীন তিব্বত দখল করার পর ভারতের বর্তমান অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে চীনের অন্তর্ভুক্ত এলাকা বলে দাবী করে, এভাবে যে সীমান্ত সমস্যার শুরু হয় তা শেষ পর্যন্ত যুদ্ধের সূচনা করে, ভারত সম্পূর্ণ ভাবে অপ্রস্তুত ছিল এই যুদ্ধে, অপরদিকে চিন সুবিধাজনক অবস্থায় ছিল।এক মাস এক দিন ধরে চলে এই যুদ্ধ অবশেষে যুদ্ধে চীনের কাছে ভারত পরাজিত হয়। সেই যুদ্ধের পরিনতি ভারতের ১,৩৮৩ জন মৃত, ৩,৯৬৮ জন আটক, ১,০৪৭ জন আহত এবং ১,৬৯৬ জন নিরূদ্দেশ হয়। অপর দিকে চিনের ক্ষয়-ক্ষতি খুবই সামান্য মাত্র ৭২২ জন মৃত, এবং ১,৬৯৭ জন আহত হয়।
ভারত ও চীনের মধ্যে চার হাজার কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। সীমান্ত অঞ্চলে সীমারেখা নিয়েই এই বিবাদ প্রায়শই হাতা-হাতি, ধাক্কা-ধাক্কির রূপ নেয়, যা মাঝে মধ্যেই খবরের কাগজে চোখে পড়ে। তবে প্রায় চার দশক পর ভারত-চীন সীমান্তে ভারতের এত সংখ্যক সৈনিককে প্রাণ হারাতে হলো গত সোমবারের ঘটনায়। আর এই ঘটনার পিছনে রয়েছে চীনের রণকৌশলগত ও বাণিজ্যিক আধিপত্য স্থাপনের আকাঙ্ক্ষা। সোমবারের রাতের ঘটনায় ভারতের ২০ জন সেনা জওয়ান শহীদ হয়েছেন। সংবাদ সুত্রে পাওয়া তথ্য অনুযায়ী চীনের ৪৩ জন সৈন মারা গেছে, দেরিতে হলেও চীন সরকার তাদের মৃত সৈনিকদের তালিকা প্রকাশ করে।
আরও পড়ুন - বিনা ইনভেস্টমেন্টে অনলাইনের মাধ্যমে ইনকাম করার কিছু পদ্ধতি
ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি দ্বারা প্রাকাশিত ৫৩টি চীনা মোবাইল অ্যাপের তালিকা
1. TikTok,
|
2. Vigo Video,
|
3. Vault-Hide,
|
4. UC
Browser,
|
5. UC
News,
|
6. WeChat,
|
7. SHAREit,
|
8. Weibo
|
9. Bigo
Live,
|
10. BeautyPlus,
|
11. Xender,
|
12. ClubFactory,
|
13. Helo,
|
14. LIKE
|
15. Kwai,
|
16. ROMWE,
|
17. SHEIN,
|
18. NewsDog,
|
19. Photo Wonder
|
20. APUS Browser,
|
21. CM Browser,
|
22. Clean Master –
Cheetah
|
23. VivaVideo- QU
Video Inc
|
24. Virus Cleaner (Hi
Security Lab)
|
25. Mi Community,
|
26. DU recorder,
|
27. YouCam Makeup
|
28. Mi Store,
|
29. 360 Security,
|
30. DU Battery Saver,
|
31. DU Browser
|
32. DU Cleaner,
|
33. DU Privacy,
|
34. Perfect Corp,
|
35. CacheClear
|
36. DU apps studio,
|
37. Baidu Translate,
|
38. Baidu Map
|
39. Wonder Camera,
|
40. ES File Explorer,
|
41. QQ International
|
42. QQ Launcher,
|
43. QQ Security
Centre,
|
44. QQ Player,
|
45. QQ Music
|
46. QQ Mail,
|
47. QQ NewsFeed,
|
48. WeSync,
|
49. SelfieCity,
|
50. Clash of Kings
|
51. Mail Master,
|
52. Mi Video
call-Xiaomi,
|
53. Parallel Space
|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রয়োজনে অবশ্যই কমেন্ট করুন, দয়াকরে কোন স্প্যাম লিঙ্ক কমেন্টে দেবেন না।