ভেলোর গিয়ে
চিকিৎসা করাতে চান অথচ বুঝতে পারছেন না কিভাবে যাবেন? কোন হাসপাতালে দেখাবেন? ডাক্তারের অ্যাপয়ন্টমেন্ট কি ভাবে করবেন? ডাক্তারের সঙ্গে কোন ভাষায় কথা বলবেন? কোথায়
থাকবেন? ইত্যাদি ইত্যাদি। সম্পূর্ণ প্রতিবেদনটি
পড়ুন আশাকরি ভেলোর সম্বন্ধে আর কোন সমস্যা থাকবে না, কারোর কোন রকম সাহায্য ছাড়াই
আপনি ভেলোর থেকে চিকিৎসা করিয়ে ফিরে আসতে পারবেন।
পশ্চিমবঙ্গ, ত্রিপুরা,
আসাম সহ পূর্বভারতের বিভিন্ন রাজ্য সহ সারা ভারতের বিভিন্ন রাজ্য এবং প্রতিবেশী বাংলাদেশ,
পাকিস্থান, ভুটান, নেপাল সহ অন্যান্য পার্শবর্তী দেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ
আসেন ভেলোরে যান উত্তম চিকিৎসা নিতে। এখানকার চিকিৎসা বিশ্বমানের, উন্নত প্রযুক্তি,
অত্যধুনিক সব যন্ত্রপাতি এবং অত্যাধুনিক প্যাথলজি সর্বপরি চিকিৎসা কর্মীদের বন্ধুত্বপূর্ণ
ব্যবহার। এখানে আপনি দেখতে পাবেন প্রচুর বাঙ্গালি ও বিদেশী রোগী।
ভেলোরের
অবস্থান
দক্ষিন ভারতের তামিল নাড়ুর রাজধানী চেন্নাইয়ে ভেলোর আবস্থিত।
ভেলোরের
হাসপাতাল গুলি
ভেলোরে অবস্থিত
জগৎবিখ্যাত হাসপাতলটি হল ‘Christian Medical College and Hospital (CMC)’।
CMC হাসপাতালে বেশিরভাগ মানুষ চিকিৎসা করাতে
যান। এছাড়াও ভেলোর এবং তার আশেপাশে অগণিত হাসপাতাল রয়েছে। প্রত্যেকটি হাসপাতালের চিকিৎসার মান বিশ্বমানের। তবে কিছু কিছু হাসপাতাল আবার ব্যয় সাপেক্ষ।
ভেলোরে অবস্থিত
কিছু হাসপাতালের
নাম
Christian Medical College
and Hospital (CMC)
Apollo KH Hospital Vellore
Christian Medical College
Nalam Medical Centre and Hospital
Sri Narayani Hospital & Research Centre
Raj Nursing Home, Vellore
এছাড়াও
প্রচুর হাসপাতাল রয়েছে ভেলোর এবং
পার্শবর্তী এলাকায়। আপনাদের
সুবিধার্থে কিছু হাসপাতালের ঠিকানা, ফোন নাম্বার ওয়েবসাইট, ইমেল এবং ঐ হাসপাতাল গুলি
কোন কোন বিভাগে উন্নত তার একটি তালিকা শেষে দেওয়া আছে।
ভেলোরে কিভাবে যাবেন ?
কোলকাতা
থেকে ভেলোরের দুরুত্ব প্রায় ১৭০০ কি.মি.। ট্রেনে
করে যেতে চাইলে কলকাতা এবং হাওড়া থেকে প্রচুর এক্সপ্রেস এবং সুপারফাস্ট ট্রেন রয়েছে
ভেলোরে যাওয়ার জন্য, আপনাকে কাটপাডি জংশনে নামতে হবে। সময় লাগবে ২৬-৩০
ঘন্টার মতো প্রায়।
কাটপাডিতে নেমে অনেক গাড়ি
পেয়ে যাবেন ভেলোর যাওয়ার
জন্য। কাটপাডি
থেকে ভেলোরের দূরত্ব ৮ কিলোমিটার। বিমানে
যেতে চাইলে আপনাকে নামতে
হবে চেন্নাই বিমান বন্দরে।
ডাক্তারের Appointment কিভাবে নেবেন
CMC হাসপাতালে
চিকিৎসা নিতে গেলে আপনি
Online ও Offline দু’ইভাবেই Appointment নিতে
পারবেন। ভেলোরে
যাওয়ার ১৫-২০ দিন
আগে অনলাইনে CMC হাসপাতালের ওয়েবসাইটে গিয়ে Appointment করাতে পারেন বা
সরাসরি ভেলোরে গিয়েও Appointment করাতে
পারেন। তবে
যেহেতু অনেক দূর থেকে
যাচ্ছেন তাই Online এ Appointment করে যাওয়াটাই সবচেয়ে উত্তম। ওখানে
গিয়ে Appointment করালে অনেক বেশি
দিন থাকতে হবে।
আর বেশিদিন থাকা মানে আপনার
অনেক খরচ বেড়ে যাবে। এতে
সময় এবং অর্থ দু’ই সাশ্রয় হবে।
চিকিৎসার
মান অনুযায়ী Appointment দুই প্রকারের হয়ে
থাকে -- General Appointment এবং Private Appointment। General Appointment নিলে
জুনিয়ার ডাক্তার রুগী দেখবেন।
General Appointment অনলাইন
বা Offline দুই ভাবেই নিতে
পারেন। General Appointment পেয়ে যাবেন অনেক
কম সময়ে। মোটামুটিভাবে
১-৩ দিনের মধ্যে
General Appointment পেয়ে
যাবেন। আর
যদি আপনি Private appointment নেন তাহলে সিনিয়র
ডাক্তার রুগী দেখবেন।
সেক্ষেত্রে Appointment পেতে অনেকদিন সময়
চলে যায়। তবে
এখান গেলে অবশ্যই প্রাইভেট
Private appointment নেওয়া
সবচেয়ে উত্তম।
অনলাইনে Appointment কিভাবে
করবেন ?
অনলাইনে
Appointment নিতে হলে আপনাকে সর্বপ্রথম
জানতে হবে আপনার রোগের
জন্য কোন Dept. এর চিকিৎসা নিতে
চান। সেই
চিকিৎসার স্পেশালিষ্ট চিকিৎসকে অনলাইনে বেছে নিতে হবে। অনলাইনে
Appointment নিতে চাইলে প্রথমে CMC ভেলোর
এর অফিসিয়াল ওয়েবসাইট www.clin.cmcvellore.ac.in লগইন করতে হবে
অফলাইনে বা
ভেলোরে
গিয়ে
Appointment কিভাবে করবেন ?
CMC ভেলোরের
প্রধান গেটে ঢুকলেই দেখতে
পাবেন Silver Gate For
New Appointment বড় করে লেখা রয়েছে। ওখানে
গিয়ে আপনি আপনার রোগের
সমস্যার কথা জানালেই ওরা
নির্দিষ্ট ডিপার্টমেন্টে Appointment করিয়ে দিবে।
তবে এক্ষেত্রে আপনি ৫-৩০
দিনের মধ্যে প্রাইভেট Appointment পেয়ে যাবেন
। ভেলোরে গিয়ে
Appointment নিলে আপনাকে ভেলোরে অনেক
দিন থাকতে হতে পারে। তাই
আমার মনে হয় আগে
থেকে Online-এ Appointment করিয়ে তবেই ভেলোরে
যাওয়া ভাল।
কোথায় থাকবেন খরচ
কত
?
হাসপাতালের
কাছাকাছি প্রচুর থাকার হোটেল
রয়েছে, হোটেলে ঘর পেতে
কোনরকম অসুবিধা হয় না।
তাছাড়া ওখানে গেলে বুঝতে
পারবেন প্রচুর বাঙালী রোগী
এবং ব্যবসায়ী রয়েছে, সবার কাছ
থেকে কম বেশি সাহায্য
পেয়ে যাবেন।
হাসপাতালের কাছাকাছি হোটেলগুলিতে ডাবল বা ট্রীপল বেড রুম ৪০০-৫০০ টাকা থেকে ১২০০-২০০০
টাকায় পাবেন। আর একটু দুরে গেলে ৩০০ টাকার মধ্যে ডবল বেডের ঘর পেয়ে যাবেন।
গুরুত্বপূর্ণ কিছু তথ্য
ওষুধ সম্বন্ধে
ভেলোরে
সাধারণত রোগীদের ৯০দিন এর ওষুধ
দিয়ে থাকে। ওখান
থেকে ওষুধ কিনে নেওয়ায় ভাল, কারন ওখানকার ওষুধে গুনগত মান অনেক ভাল তাছাড়াও এখানে
ঐসব ওষুধ নাও পেতে পারেন। CMC হাসপাতালের মধ্যে ISSCC বিল্ডং-এ ফার্মেসি
রয়েছে।
ক্রিশ কার্ড
(CRISS Card)
সি.এম.সি হাসপাতালে পেমেন্টের জন্য ক্রিশ কার্ড নামে এক ধরনের কার্ড পাওয়া যায়। এই কার্ড একবার বানিয়ে নিতে পারলে ঝামেলা অনেকটাই কমে যাবে। ক্রিশ কার্ডের সুবিধা হল হাসপাতালের ভেতরে যে কোন রকম পেমেন্ট এই কার্ডের মাধ্যমে করা যাবে। এই কার্ডের কাউন্টার হাসপাতালের সব জায়গাতে আছে এবং লাইনও কম পড়ে, তাই টাকা জমা দেওয়ার জন্য বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয় না। CMC হাসপাতালের
ISSCC বিল্ডংএর ৪০২ নম্বর কাউন্টারে এই কার্ড বানানো হয়, Hospital No এবং Patient ID বললেই কার্ড বানিয়ে দেবে। পরবর্তী কালে এই কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ এই ৪০২ নম্বর কাউন্টারে এসে করতে হবে। ক্রিস কার্ডে টাকা আগে থেকে ভরে রাখতে হবে, এটিএম, মানি ট্রান্সফার অথবা ৪০২ নং কাউন্টার থেকেও কার্ডে টাকা ভরাতে পারবেন।
ভেলোরে অবস্থিত কিছু গুরুত্বপূর্ণ হাসপাতালের নাম
ঠিকানা, ফোন নাম্বার
Hospital
|
Department
|
Address & Phone No
|
C M C Vellore
|
Cardiology, Child Health/ Paediatrics,
Dental And Oral Surgery, Dermatology, E.N.T, Endocrinology, General Surgery,
Haematology
Head And Neck Surgery, Medicine,
Neonatology, Nephrology, Obstetrics And Gynaecology
Ophthalmology, Orthopaedics,
Paediatric Surgery, Plastic Surgery, Psychiatry, Pulmonary Medicine,
Radiology, Rheumatology, Urology
|
Ida Scudder Road, Vellore., Vellore,
Vellore, Tamil Nadu
Contact No: +91-41-62288000 / 41-62282004
Fax: 0416-2232035
Website: http://www.cmcvellore.ac.in
|
Apollo KH Hospital
Vellore
|
Eye, Dental, Children, Orthopedic,
Maternity, Cardiology, Radiology, Psychiatric, Neurology, ENT, Nephrology,
Urology, Anesthesiology, Gynecology, Dermatology.
|
Ranipet-Vellore Byepass Road,
Melvisharam,, Vellore, Tamil Nadu
Email: enquiry@apollohospitals.com Website: www.apollohospitals.com Contact No: 04172-269581 Mobile: Fax: 04172-269131 |
Christian Medical
College
|
Eye, Dental, Children, Maternity, Orthopedic,
Cardiology, Radiology, Psychiatric, Neurology, ENT, Nephrology, Urology,
Anesthesiology, Gynecology, Dermatology.
|
Thorapadi P.O, Vellore, Tamil Nadu
Email: directorate@cmcvellore.ac.in
Website: www.cmch-vellore.edu
Contact No: 0416-2282010
|
Nalam Medical
Centre and Hospital
|
Dermatology, E.N.T, Diabetology, General
Medicine, General Surgery, Nephrology, Neurology, Obstetrics & Gynecology,
Oncology, Ophthalmology, Orthopedics Surgery, Paediatric Medicine, Psychiatry,
Physiotherapy, Pulmonary Medicine, Radiology, Reproductive medicine unit, Rheumatology,
|
44, Anor Rd, Sathuvachari, Vellore,
Tamil Nadu
Email:
Website: http://nmch.org/
Contact No: 0416-2254460 , 2254461
Mobile:
Fax: 0416-4300396
|
Sri Narayani Hospital & Research Centre
|
Anesthesiology, Cardiology, Dental
Surgeries, Dermatology, E.N.T, Diabetology, General Medicine, General Surgery,
Nephrology, Neurology, Obstetrics & Gynecology, Oncology, Ophthalmology, Orthopedics
Surgery, Paediatric Medicine, Psychiatry, Physiotherapy, Pulmonary Medicine,
Radiology, Reproductive medicine unit, Rheumatology, Gastroenterology, Urology
|
Thirumalaikodi, Vellore – 632 055.
Tamilnadu, India. Mobile : +91 99524 16821 Phone : +91 416 2206300 /2206301 / 2206302 Email : info@snhrc.org |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রয়োজনে অবশ্যই কমেন্ট করুন, দয়াকরে কোন স্প্যাম লিঙ্ক কমেন্টে দেবেন না।