পৃষ্ঠা

রাজ্যবাসীর জন্য সুখবর, এবার থেকে ভেলোরে সম্পূর্ণ নিখরচায় পাবেন চিকিৎসা


vellore


সুখবর পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য খুব বড় একটা সুখবর। এবার থেকে পশ্চিমবঙ্গ বাসিদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা মিলবে ভেলোরের ক্রিশ্চান মেডিক্যাল কলেজ বা CMC তে। রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় যুক্ত হল ভেলোরের সিএমসি হাসপাতাল।

গত শুক্রবার পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ‘স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আরও ২টো হাসপাতাল যুক্ত হয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পের উপভোক্তারা সেখানেও একই রকম সুবিধা পাবেন। এর মধ্যে একটি ভেলোরের CMC মেডিক্যাল কলেজ এবং অপরটি এইমস। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি ও বেসরকারি হাসপাতালের পাশাপাশি এই দুই হাসপাতালে সমান পরিষেবা পাবেন রাজ্যবাসী।’

vellore


এদিন এক অনুষ্ঠানে বাসের চালক ও বাস কনডাক্টরদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনেন মুখ্যমন্ত্রী। এবং তিনি ঘোষণা করেন, এবার থেকে এই সমস্থ ড্রাইভার এবং কনট্রাকটার ভাইরা স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসা পাবেন।

প্রত্যেক বছরই হাজার হাজার পশ্চিমবঙ্গবাসী ভেলোর CMC তে জান অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিতে এখানকার চিকিৎসা বিশ্বমানের, উন্নত প্রযুক্তি, অত্যধুনিক যন্ত্রপাতি এবং প্যাথলজি সর্বপরি চিকিৎসা কর্মীদের বন্ধুত্বপূর্ণ ব্যবহার সর্বজন বিধিত।

breast cancer


মেয়েদের যে ভুলগুলোর কারণে হচ্ছে স্তন ক্যান্সার, সতর্ক হোন



ভেলোরের এই বিশ্বমানের হাসপাতালটি স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় চলে আসায় প্রচুর সংখ্যক পশ্চিমবঙ্গবাসী উপকৃত হবেন তবে একথাও মাথায় রাখতে হবে, শুধু পশ্চিমবঙ্গ নয় পার্শবর্তী ত্রিপুরা, আসাম সহ পূর্বভারতের বিভিন্ন রাজ্য সহ সারা ভারতের বিভিন্ন রাজ্য এবং প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্থান, ভুটান, নেপাল সহ অন্যান্য পার্শবর্তী দেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আসেন ভেলোরে উত্তম চিকিৎসা নিতে। তাই বারবারই ভেলোরে রোগীর ভিড় একটু বেশি, এবার থেকে ভেলোর রোগীর ভিড় আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশা করা যায়

muktangan

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়োজনে অবশ্যই কমেন্ট করুন, দয়াকরে কোন স্প্যাম লিঙ্ক কমেন্টে দেবেন না।