পৃষ্ঠা

কিভাবে আধার কার্ড সংশোধন করবেন জেনেনিন বিস্তারিত

 
 বর্তমানে আধার একটি গুরুত্বপূর্ণ স্বচিত্র পরিচয় পত্র যেটি ডেমোগ্রাফিক এবং বায়োমেট্রিক তথ্য সম্বলিত।  বিভিন্ন কারনে আমাদের আধার সংশোধনের প্রয়োজন হয়ে পড়ে যেমন বিবাহ (পদবি ও ঠিকানা পরিবর্তন), বাড়ি পরিবর্তন বা সরকারী কর্মচারীদের ট্রান্সফারের ইত্যাদি কারনে ঠিকানা পরিবর্তন এবং সর্বোপরি শিশুদের ক্ষেত্রে 5 বছর ও 15 বছর হওয়ার পর বায়োমেট্রিক তথ্য আপডেট ইত্যাদি আরও অনেক ।  কতরকম ভাবে আধার সংশোধন করা যায় ?  এবং তার পদ্ধতি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করা হল ।


adhar

আধার কী এবং কেন ?  

নকল ও জাল ব্যক্তগত পরিচয় পত্র গুলিকে সনাক্তকরন ও বাতিল করা এবং প্রত্যেক ভারতীয়কে চিহ্নিতকরনের পাশাপাশি একটি ইউনিক নাম্বার দেওয়া ও একটি সহজ, সাশ্রয়ী এবং শক্তসমর্থ নতুন পরিচয় পত্রের দরকার হয়ে পরে,  যেখানে প্রত্যেক ব্যক্তির বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক তথ্য থাকবে ভারত সরকারের ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের অধীনে।

আধার সম্বন্ধে দু চার কথা

আধার আইন 2016 অনুযায়ী  কেন্দ্রীয় সরকার ইউআাইডিএআই (UIDAI) এর মাধ্যমে আধার নামে একটি স্বতন্ত্র পরিচয় পত্র দেওয়ার কাজ শুরু করে, পরবর্তীকালে এই আধার কার্ডের সাংবিধানিক বৈধতা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। নানা তর্ক-বিতর্ক হয়, বিস্তর জল ঘোলার পর অবশেষে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।
সুপ্রিমকোর্ট তার রায়ে আধার সাংবিধানিক বৈধতা বহাল রেখেছে। আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য (আইটিআর) এবং বর্তমানে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার সময় ও প্যানটিকে আধার সাথে যুক্ত করা বাধ্যতামূলক। আপনার আধার কার্ডে যদি নামের বানান বা অন্যান্য কিছু ভুল থাকে তবে আপনি আধারের সঙ্গে প্যান লিঙ্ক করতে পারবেন না। তাছাড়াও ব্যাঙ্কে যে কোন রকম খাতা খুলতে আধার কার্ড অবসম্ভাবি, বর্তমানে বিভিন্ন রকম সরকারি ও বেসরকারী কাজে আধার খুবই প্রয়োজনীয় একটি পরিচয় পত্র, তাই প্রত্যেক ব্যক্তির কাছে নির্ভুল বা সঠিক আধার কার্ড থাকা খুবই গুরুত্বপূর্ণ ।




আধার কার্ডে সংশোধন বা আপডেট করা যায় এমন বিবরণগুলি হ'ল

ডেমোগ্রাফিক (জনসংখ্যার) তথ্য 

নাম, ঠিকানা, জন্ম তারিখ / বয়স, লিঙ্গ, মোবাইল নম্বর, ইমেল আইডি, সম্পর্কের স্থিতি এবং তথ্য ভাগ করে নেওয়ার সম্মতি ইত্যাদি
সাধারনত দেখা গেছে প্রথম দিকে আধার তৈরীর সময় প্রচুর আধার কার্ডে বিভিন্ন রকম ভুল থেকে গেছে, পরবর্তিকালে ঐ সমস্থ ব্যক্তিদের আধার সংক্রান্ত কাজে প্রচুর সমস্যার সম্মুখিন হতে হচ্ছে।


 

বায়োমেট্রিক তথ্য

চোখের আইরিস, ফিঙ্গার প্রিন্টস এবং ফেসিয়াল ফটোগ্রাফ
আধার আইন আনুযায়ী প্রাথমিক ভাবে 5 বছরের কম বয়স শিশুদের ক্ষেত্রে আধারে নাম নথিভুক্তির সময়  শিশুটির বাবা বা মায়ের আধার নাম্বারের ওপর ভিত্তি করে নাম নথিভুক্ত করা হয় সেই সময় কোনরকম বায়োমেট্রিক তথ্য নেওয়া হয় না। শিশুটির বয়স 5 বছর সম্পন্ন হওয়ার পর আধার কেন্দ্রে গিয়ে সমস্ত বায়োমেট্রিক ডেটা আপডেট করা উচিত। পরবর্তীকালে 15 বছর বয়স হলে স্থায়ীভাবে বায়োমেট্রিক তথ্যগুলি আপডেট করা প্রয়োজন।





আধার কার্ডে কিছু ভুল থাকলে কিভাবে তা সংশোধন করবেন 

ইউআইডিএআই (UIDAI) ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী আধার আপডেট বা সংশোধন করার জন্য তিনটি উপায় রয়েছে --

  • অনলাইনের মাধ্যমে আপডেট ।
  • পোস্টের মাধ্যমে আপডেটের অনুরোধ ।
  • নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে আপডেট বা সংশোধন ।


অনলাইন আপডেট করা

যে সমস্থ ব্যক্তি আধারের সাথে মোবাইল নম্বরটি লিঙ্ক করেছেন তারা অনলাইনের মাধ্যমে আপডেট করতে পারবেন। যেহেতু অনলাইন লেনদেনগুলি ওটিপি অনুমোদনপ্রাপ্ত তাই আপনার মোবাইল নম্বরটি আধারের সঙ্গে নিবন্ধন করা বাধ্যতামূলক।
আপনি যদি আপডেটের জন্য অনলাইন সেলফ সার্ভিস আপডেট পোর্টাল (এসএসইউপি) ব্যবহার করে থাকেন তবে আপনি নিজের ডেমোগ্রাফিক বিবরণ (নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, মোবাইল এবং ইমেল) আপডেট করতে পারেন। এই পরিষেবাটি ব্যবহার করার আগে আপনার মোবাইল নম্বরটি আধারের সঙ্গে নিবন্ধভুক্ত রয়েছে কিনা তা নিশ্চিত করতে ওপেন করুন । তারপর আধার নম্বরটি ব্যবহার করে আধার কার্ড অনলাইন স্ব-পরিষেবা আপডেট পোর্টালে লগ ইন করুন।




পোস্টের মাধ্যমে আপডেটের অনুরোধ

পোস্টের মাধ্যমে আপনার আধার বিবরণ আপডেট বা সংশোধন করতে আগে অনলাইন থেকে আপডেট ফর্মটি ডাউনলোড করতে হবে ।
ফর্মটিকে যথাযথ পূরণ করে সাপেক্ষে প্রযোজ্য ডকুমেন্টের অ্যাটেস্টট জেরক্স কপি দিয়ে ইউআইডিএআই-এর দপ্তরে পোস্টের মাধ্যমে পাঠাতে হবে ।
তবে জানিয়ে রাখি ইউআইডিএআই কর্তৃক 31 জুলাই, 2018 থেকে পোস্টের মাধ্যমে আধার সংশোধনের কাজ বন্ধ রয়েছ।

নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে আপডেট বা সংশোধন 

আপনার অঞ্চলের নিকটবর্তী আধার পঞ্জিকরন কেন্দ্রটি (Aadhar Enrollment Center) কোথায়  জানুন সেখান থেকে আধারের ভুল সংশোধন করতে পারবেন, তাছাড়া প্রত্যেকটি রাজ্যে একটি করে মুখ্য আধার পঞ্জিকরন কেন্দ্র রয়েছে, যেখানে প্রতিদিন 1000 জন মানুষের আধার সংক্রান্ত বিভিন্ন কাজ করা হয়। পশ্চিম বঙ্গের আধার পঞ্জিকরন কেন্দ্রটি কলকাতার সল্টলেকে অবস্থিত ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থিত আধার পঞ্জিকরন কেন্দ্রগুলির ঠিকানা জানার জন্য ওপেন করুন



মুখ্য আধার পরিষেবা কেন্দ্রে আধার সংক্রান্ত যে কাজগুলি করা হয়


  • নতুন আধার কার্ড তৈরী
  • নাম আপডেট
  • ঠিকানা আপডেট
  • মোবাইল নাম্বার আপডেট
  • ইমেল আইডি আপডেট
  • জন্ম তারিখ
  • লিঙ্গ আপডেট
  • বায়োমেট্রিক (ফটো + আঙুলের ছাপ + আইরিস) আপডেট

 


মুখ্য আধার পঞ্জিকরন কেন্দ্র থেকে আধার সংশোধনের পদ্ধতি

প্রথমে UIDAI-এর ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে, যে তারিখে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক হবে সে দিন যথা সময়ে সমস্থ আসল ডকুমেন্ট নিয়ে মুখ্য আধার পঞ্জিকরন কেন্দ্রে পৌছে যেতে হবে
 

ভিডিওর মাধ্যমে দেখেনিন কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন
 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়োজনে অবশ্যই কমেন্ট করুন, দয়াকরে কোন স্প্যাম লিঙ্ক কমেন্টে দেবেন না।